কিয়ের্স্টেন ডান্স্ট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিয়ের্স্টেন ডান্স্ট (Kirsten Dunst) (জন্ম এপ্রিল ৩০, ১৯৮২) একজন মার্কিন চলচ্চিত্রাভিনেত্রী। মাত্র বারো বছর বয়সে তিনি তার প্রথম উল্লেখযোগ্য ছায়াছবিতে অভিনয় করেন - ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার। ডান্স্ট সাম্প্রতিককালের স্পাইডারম্যান চলচ্চিত্রসমূহে স্পাইডারম্যানের ভালোবাসার পাত্রী মেরি জেন ওয়াটসন-এর ভূমিকায় অভিনয় করেছেন।