কার্লো রুবিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্লো রুবিয়া (জন্ম: ৩১শে মার্চ, ১৯৩৪) সার্নে কর্মরত একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৮৪ সালে সিমন ফান ডার মিয়ারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। দুর্বল মিথস্ক্রিয়ার মধ্যে যোগাযোগ স্থাপনকারী দু'টি মৌলিক ক্ষেত্র কণা আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার লাভ করেন।