উইলিয়াম হেনরি হ্যারিসন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম হেনরি হ্যারিসন (ফেব্রুয়ারি ৯, ১৭৭৩ – এপ্রিল ৪, ১৮৪১) মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি। তিনিই প্রথম মার্কিন রাষ্ট্রপতি, যিনি তাঁর মেয়াদ শেষ করার পূর্বেই মারা যান। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে অভিষেক অনুষ্ঠানে হ্যারিসন তুষারপাতের মধ্যেই টানা এক ঘন্টা ভাষণ দেন। এর ফলে ঠান্ডা লেগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন, এবং মাস খানেক পরে মারা যান। তাঁর শাসনামল ছিলো মাত্র ৩১ দিন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত শাসনকাল। রোনাল্ড রেগান নির্বাচিত হওয়ার পূর্বে হ্যারিসনই ছিলেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময় হ্যারিসনের বয়স ছিলো ৬৮ বছর।
রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের পূর্বে হ্যারিসন ইন্ডিয়ানা টেরিটরির প্রথম গভর্নর, এবং পরে ওহাইও অঙ্গরাজ্য হতে মার্কিন কংগ্রেসের সাংসদ, এবং সিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৮১১ সালের টিপেকানোর যুদ্ধে আমেরিকার স্থানীয় আদিবাসীদের বিরুদ্ধে মার্কিন সেনাদের নেতৃত্ব দেন, এবং টিপেকানো বা "ওল্ড টিপেকানো" ডাকনাম লাভ করেন। ১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের সময় তিনি সেনাপতি হিসাবে টেমসের যুদ্ধে জয়লাভ করেন, যার ফলে তাঁর এলাকায় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
|
|
---|---|
ওয়াশিংটন • অ্যাডাম্স • জেফারসন • ম্যাডিসন • মন্রো • কুইন্সি এডাম্স • জ্যাক্সন • ভ্যান বিউরেন • উইলিয়াম হ্যারিসন • টাইলার • পোক্ • টেইলার • ফিল্মোর • পিয়ের্স • বিউকানান • লিংকন • এ জনসন • গ্রান্ট • হেইজ্ • গারফিল্ড • আর্থার • ক্লিভ্ল্যান্ড • বেঞ্জামিন হ্যারিসন • ক্লিভ্ল্যান্ড • ম্যাকিন্লি • থি. রুজ্ভেল্ট • ট্যাফ্ট্ • উইল্সন • হার্ডিং • কুলিজ • হুভার • এফ রুজ্ভেল্ট • ট্রুম্যান • আইজেনহাওয়ার • কেনেডি • এল জনসন • নিক্সন • ফোর্ড • কার্টার • রেগান • জর্জ বুশ • ক্লিনটন • জর্জ ডব্লিউ বুশ |