ইরানের প্রদেশসমূহ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
ইরান ৩০টি প্রদেশে বিভক্ত। ফার্সি ভাষায় এগুলির নাম ওস্তান (استان ostān ওস্তান, বহুবচনে استانها ওস্তান্হা)। প্রতিটি প্রদেশ একটি স্থানীয় (সাধারণত বৃহত্তম) শহর থেকে শাসিত হয়, যাকে প্রদেশটির রাজধানী (ফার্সি ভাষায়: مرکز মার্কাজ) বলা হয়। প্রদেশের প্রশাসক হিসেবে থাকেন একজন গভর্নর (ফার্সি ভাষায়: استاندار ওস্তানদার), এবং তাঁকে আভ্যন্তরীণ মন্ত্রণালয় নিয়োগদান করে।
প্রতিটি প্রদেশ আবার অনেকগুলি অংশে বিভক্ত, যাদেরকে ফার্সি ভাষায় বলে শাহ্রেস্তান (شهرستان)। প্রতিটি শাহ্রেস্তান আবার অনেকগুলি জেলায় বিভক্ত, যেগুলিকে বাখ্শ বলে। ( بخش)।
একেকটি শাহ্রেস্তান সাধারণত একাধিক শহর (ফার্সি ভাষায়: شهر শাহ্র) এবং অনেক গুচ্ছগ্রাম (ফার্সি ভাষায়: دهستان দেহেস্তান) নিয়ে গঠিত। শাহ্রেস্তানের একটি শহরকে সাধারণত সেটির রাজধানী বা কেন্দ্রীয় শহরের মর্যাদা দেয়া হয়।
[সম্পাদনা] ইতিহাস
১৯৫০ সাল অবধি ইরান ১২টি প্রদেশে বিভক্ত ছিল: আর্দালান, আজারবাইজান, বালুচিস্তান, ফারস, জিলান, আরাক-ই-আজম, খোরাসান, খুজেস্তান, কেরমান, লারেস্তান, লোরেস্তান এবং মাজান্দারান।[১] ১৯৫০ সালে ইরানকে ১০টি প্রদেশে এবং তার অধীনে অনেকগুলো গভর্নরেটে ভাগ করা হয়: গিলান; মাজান্দারান; পূর্ব আজারবাইজান; পশ্চিম আজারবাইজান; কের্মানশাহ; খুজেস্তান; ফার্স; কের্মান; খোরাসান; ইসফাহান। [১] ১৯৬০ হতে ১৯৮১ সাল পর্যন্ত এক এক করে অনেকগুলো গভর্নরেটকে প্রদেশে উন্নীত করা হয়। সর্বশেষ ২০০৪ সালে তৎকালীন সর্ববৃহৎ খোরাসান প্রদেশকে তিন ভাগে ভাগ করে তিনটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। [২]
প্রদেশ | রাজধানী | আয়তন (বর্গ কিমি)[৩] | জনসংখ্যা[৪] | জনঘনত্ব (প্রতি বর্গকিলোমিটারে) |
শাহ্রেস্তানের সংখ্যা |
---|---|---|---|---|---|
আর্দাবিল[৫] | আর্দাবিল | ১৭,৮০০ | ১,২৫৭,৬২৪ | ৭০.৭ | ৯ |
পূর্ব আজারবাইজান | তাব্রিজ | ৪৫,৬৫০ | ৩,৫০০,১৮৩ | ৭৬.৭ | ১৯ |
পশ্চিম আজারবাইজান | উর্মিয়া[৬] | ৩৭,৪৩৭ | ২,৯৪৯,৪২৬ | ৭৮.৮ | ১৪ |
বুশেহর[৭] | বুশেহ্র | ২২,৭৪৩ | ৮১৬,১১৫ | ৩৫.৯ | ৯ |
চাহার মহল ও বাখতিয়ারি[৮] | শাহ্রেকোর্দ | ১৬,৩৩২ | ৮৪২,০০২ | ৫১.৬ | ৬ |
ফার্স | শিরাজ | ১২২,৬০৮ | ৪,৩৮৫,৮৬৯ | ৩৫.৮ | ২৩ |
গুইলান | রাশ্ত | ১৪,০৪২ | ২,৪১০,৫২৩ | ১৭১.৭ | ১৬ |
গোলেস্তান[৯] | গোর্গান | ২০,১৯৫ | ১,৬৩৭,০৬৩ | ৮১.১ | ১১ |
হামেদান[১০] | হামাদান | ১৯,৩৬৮ | ১,৭৩৮,৭৭২ | ৮৯.৮ | ৮ |
হর্মোজগান[১১][১২] | বন্দর আব্বাস | ৭০,৬৬৯ | ১,৩১৪,৬৬৭ | ১৮.৬ | ১১ |
ইলাম[১০] | ইলাম | ২০,১৩৩ | ৫৪৫,০৯৩ | ২৭.১ | ৭ |
ইসফাহান[১৩] | ইসফাহান | ১০৭,০২৯ | ৪,৪৫৪,৫৯৫ | ৪১.৬ | ২১ |
কের্মান | কের্মান | ১৮০,৮৩৬ | ২,৪৩২,৯২৭ | ১৩.৫ | ১৪ |
কের্মানশাহ[১৪] | কের্মানশাহ[১৪] | ২৪,৯৯৮ | ১,৯৩৮,০৬০ | ৭৭.৫ | ১৩ |
উত্তর খোরাসান[১৫] | বোজনোউর্দ | ২৮,৪৩৪ | ৭৮৬,৯১৮ | ২৭.৭ | ৬ |
রাজাভি খোরাসান[১৫] | মাশহাদ | ১৪৪,৬৮১ | ৫,২০২,৭৭০ | ৩৬.০ | ১৯ |
দক্ষিণ খোরাসান[১৫] | বিরজান্দ | ৬৯,৫৫৫ | ৫১০,২১৮ | ৭.৩ | ৪ |
খুজেস্তান | আহ্ওয়াজ | ৬৪,০৫৫ | ৪,৩৪৫,৬০৭ | ৬৭.৮ | ১৮ |
কোহকিলুয়েহ ও বুইয়ার আহমাদ[১৬][১৭] | ইয়াসুজ | ১৫,৫০৪ | ৬৯৫,০৯৯ | ৪৪.৮ | ৫ |
কুর্দিস্তান[১৮] | সানান্দাজ | ২৯,১৩৭ | ১,৫৭৪,১১৮ | ৫৪.০ | ৯ |
লোরেস্তান[১৬] | খোর্রামাবাদ | ২৮,২৯৪ | ১,৭৫৮,৬২৮ | ৬২.২ | ৯ |
মার্কাজি[১৯][১৩] | আরাক | ২৯,১৩০ | ১,৩৬১,৩৯৪ | ৪৬.৭ | ১০ |
মাজান্দারান | সারি | ২৩,৭০১ | ২,৮১৮,৮৩১ | ১১৮.৯ | ১৫ |
কাজভিন[২০] | কাজভিন | ১৫,৫৪৯ | ১,১৬৬,৮৬১ | ৭৫.০ | ৫ |
কোম[২১] | কোম | ১১,৫২৬ | ১,০৬৪,৪৫৬ | ৯২.৪ | ১ |
সেম্নান[১৯][১৩] | সেম্নান | ৯৭,৪৯১ | ৫৮৯,৫১২ | ৬.০ | ৪ |
সিস্তান ও বালুচিস্তান[২২] | জাহেদান | ১৮১,৭৮৫ | ২,২৯০,০৭৬ | ১২.৬ | ৮ |
তেহরান[২৩] | তেহরান | ১৮,৮১৪ | ১২,১৫০,৭৪২ | ৬৪৫.৮ | ১৩ |
ইয়াজ্দ্[৮][২৪] | ইয়াজ্দ্ | ১২৯,২৮৫ | ৯৫৮,৩১৮ | ৭.৪ | ১০ |
জান্জান[১৮][১৩] | জান্জান | ২১,৭৭৩ | ৯৭০,৯৪৬ | ৪৪.৬ | ৭ |
ইরান | তেহরান | ১,৬২৮,৫৫৪ | ৬৮,৪৬৭,৪১৩ | ৪২.০ | ৩২৪ |
[সম্পাদনা] টীকা ও তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ Gwillim Law, Statoids website. "Provinces of Iran". Retrieved on 2006-04-30.
- ↑ Online edition, Al-Jazeera Satellite Network. "Iran breaks up largest province". Retrieved on 2006-04-30.
- ↑ Statistical Centre, Government of Iran. "General Characteristics of Ostans according to their administrative divisions at the end of 1383 (2005 CE)". Retrieved on 2006-04-30.
- ↑ Statistical Centre, Government of Iran. "Population estimation by urban and rural areas, 2005". Retrieved on 2006-04-30.
- ↑ ১৯৯৩ সাল পর্যন্ত আর্দাবিল প্রদেশটি পূর্ব আজারবাইজান প্রদেশের অংশ ছিল।
- ↑ ১৯৭৯ পর্যন্ত উর্মিয়া শহরটি রেজাইয়েহ নামে পরিচিত ছিল।
- ↑ পূর্বে ফার্স প্রদেশের অংশ ছিল। ১৯৭৭ সাল পর্যন্ত প্রদেশটি খালিজ-এ ফার্স নামে পরিচিত ছিল।.
- ↑ ৮.০ ৮.১ পূর্বে ইসফাহান প্রদেশের অংশ ছিল।
- ↑ ৩১শে মে, ১৯৯৫-এ আলিয়াবাদ, গোনবাদ-এ-কাভুস, গোর্গান, কোর্দ্কুই, মিনুদাশ্ত এবং তোর্কামান শাহ্রেস্তানগুলি মাজান্দারান প্রদেশ থেকে পৃথক করে গোলেস্তান প্রদেশ গঠন করা হয়।
- ↑ ১০.০ ১০.১ পূর্বে কের্মানশাহ প্রদেশের অন্তর্ভুক্ত ছিল।
- ↑ পূর্বে কের্মান প্রদেশের অংশ ছিল। ১৯৭৭ সাল পর্যন্ত প্রদেশটি "বানাদের ওয়া জাজাইয়ের-এ বাহ্র-এ ওমান" অর্থাৎ ওমান সাগরের বন্দর ও দ্বীপসমূহ নামে পরিচিত ছিল।
- ↑ হোর্মোহগান প্রদেশের মধ্যে আছে অনেকগুলি দ্বীপ যেমন কেশ্ম, লাভান, কিশ ও হর্মোজ। এছাড়াও আছে আবু মুসা দ্বীপ যেটি ইরান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ শাসনাধীন।
- ↑ ১৩.০ ১৩.১ ১৩.২ ১৩.৩ ১৯৮৬ সালে মার্কাজি প্রদেশের কিছু অংশ ইসফাহান, সেমনান ও জানজান প্রদেশে স্থানান্তর করা হয়।
- ↑ ১৪.০ ১৪.১ ১৯৭৯ ও ১৯৯৫ সালের মধ্যবর্তী সময়ে কের্মানশাহ প্রদেশ ও এর রাজধানী উভয়েই বাখতারান নামে পরিচিত ছিল।
- ↑ ১৫.০ ১৫.১ ১৫.২ ২৯শে সেপ্টেম্বর, ২০০৪ তারিখে খোরাসান প্রদেশকে ভেঙে তিনটি প্রদেশ তৈরি করা হয়। এগুলি হল উত্তর খোরাসান, রাজাভি খোরাসান এবং দক্ষিণ খোরাসান।
- ↑ ১৬.০ ১৬.১ পূর্বে খুজেস্তান প্রদেশের অংশ ছিল
- ↑ ১৯৯০ সাল পর্যন্ত এই প্রদেশটি বোউইর আহমাদি ও কোহকিলুইয়েহ প্রদেশ" নামে পরিচিত ছিল।
- ↑ ১৮.০ ১৮.১ পূর্বে গিলান প্রদেশের অংশ ছিল
- ↑ ১৯.০ ১৯.১ পূর্বে মাজান্দারান প্রদেশের অংশ ছিল।
- ↑ ৩১শে ডিসেম্বর, ১৯৯৬ তারিখে কাজভিন ও তাকেস্তান শাহ্রেস্তানগুলিকে জানজান প্রদেশ থেকে আলাদা করে কাজভিন প্রদেশ গঠন করা হয়।
- ↑ ১৯৯৫ সাল পর্যন্ত কোম তেহরান প্রদেশের একটি শাহ্রেস্তান ছিল।
- ↑ ১৯৮৬ সাল পর্যন্ত এটি বালুচিস্তান ও সিস্তান প্রদেশ নামে পরিচিত ছিল।
- ↑ ১৯৮৬ সাল পর্যন্ত তেহরান মারকাজি প্রদেশের অংশ ছিল।
- ↑ ১৯৮৬ সালে কের্মান প্রদেশের অংশবিশেষ ইয়াজ্দ্ প্রদেশে স্থানান্তর করা হয়। ২০০২ সালে তাবাস শাহ্রেস্তানটি খোরাসান প্রদেশ থেকে সরিয়ে ইয়াজ্দ্ প্রদেশে নেয়া হয়।
[সম্পাদনা] আরও দেখুন
|
---|
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
---|
আর্দাবিল • বুশেহর • চাহার মহল ও বাখতিয়ারি • পূর্ব আজারবাইজান • ইসফাহান • ফার্স • গুইলান • গোলেস্তান • হামাদান • হর্মোজগান • ইলাম • কের্মান • কের্মানশাহ • খুজেস্তান • কোহকিলুয়েহ ও বুইয়ার আহমাদ • কুর্দিস্তান • লোরেস্তান • মার্কাজি • মাজান্দারান • উত্তর খোরাসান • কাজভিন • কোম • রাজাভি খোরাসান • সেম্নান • সিস্তান ও বালুচিস্তান • দক্ষিণ খোরাসান • তেহরান • পশ্চিম আজারবাইজান • ইয়াজ্দ্ • জান্জান |
|
---|
আজারবাইজান • আফগানিস্তান • ইন্দোনেশিয়া • ইয়েমেন • ইরাক • ইরান • ইসরায়েল • উজবেকিস্তান • উত্তর কোরিয়া • ওমান • ক্যাম্বোডিয়া • কুয়েত • কাজাকিস্তান • কাতার • কিরগিজিস্তান • চীন • জর্ডান • জাপান • তুর্কমেনিস্তান • তুরস্ক • তাজিকিস্তান • থাইল্যান্ড • দক্ষিণ কোরিয়া • নেপাল • পূর্ব তিমুর • পাকিস্তান • ফিলিপাইন • ব্রুনাই • বাংলাদেশ • বাহরাইন • ভুটান • ভারত • ভিয়েতনাম • মঙ্গোলিয়া • মায়ানমার • মালদ্বীপ • মালয়েশিয়া • লাওস • লেবানন • শ্রীলংকা • সংযুক্ত আরব আমিরাত • সাইপ্রাস • সিঙ্গাপুর • সিরিয়া • সৌদি আরব |