ইউরোপীয়ান সুপার কাপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউরোপীয়ান সুপার কাপ (উয়েফা সুপার কাপ) একটি বার্ষিক ফুটবল খেলা যেটি উয়েফা কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী দলদুটির মধ্যে অনুষ্ঠিত হয়। ঘরোয়া লীগ শুরু হওয়ার সময় এই খেলা অনুষ্ঠিত হয়। সাধারনত আগস্ট মাসে এটি অনুষ্ঠিত হয়। ইউরোপে খেলাটিকে অবশ্য উয়েফা কাপ বা চ্যাম্পিয়নস লীগের সমান মর্যাদা দিয়ে কাপটিকে দেখা হয় না। সাধারনত উভয় দলই তাদের বিশ্রামে থাকা খেলোয়াড় দিয়ে দল সাজায় তাই এই খেলা বেশি জনপ্রিয় নয়। গ্রীষ্মকালীন দলবদলের পর এটি অনুষ্ঠিত হয় বলে দলে নানা পরিবর্তন আসে।
সবচেয়ে সফল সুপার কাপ বিজয়ী দল হচ্ছে ইতালীয় দল এ.সি. মিলান, যারা চারবার এই ট্রফি জিতেছে।
[সম্পাদনা] বিভিন্ন দেশের সফলতা
দেশ | বিজয়ী | রানার্স-আপ | বিজয়ী দল |
---|---|---|---|
ইতালি | ৮ | ৩ | এ.সি. মিলান (৪), জুভেন্টাস (২), পারমা (১), লাজিও (১) |
ইংল্যান্ড | ৭ | ৫ | লিভারপুল (৩), চেলসি (১), ম্যানচেস্টার ইউনাইটেড (১), এস্টন ভিলা (১), নটিংহ্যাম ফরেস্ট (১) |
স্পেন | ৬ | ৭ | বার্সেলোনা (২), ভ্যালেন্সিয়া (২), রিয়াল মাদ্রিদ (১), সেভিলা (১) |
নেদারল্যান্ড | ৩ | ৩ | আয়াক্স (৩) |
বেলজিয়াম | ৩ | ০ | এন্ডারলেচ (২), কেভি মেচেলেন (১) |
পর্তুগাল | ১ | ২ | পোর্তো (১) |
স্কটল্যান্ড | ১ | ১ | আবেরডিন (১) |
ইউক্রেন | ১ | ১ | ডায়নামো কিয়েভ (১) |
রোমানিয়া | ১ | ০ | স্টেউয়া বুখারেস্ট (১) |
তুরস্ক | ১ | ০ | গ্যালাতাসারে (১) |
জার্মানি | ০ | ৭ | |
ফ্রান্স | ০ | ১ | |
যুগোস্লাভিয়া | ০ | ১ | |
রাশিয়া | ০ | ১ |