পর্যায় সারণী
মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াত্ত
এবাকা পেয়া আবিষ্কৃত অসে মৌলহাবির লিচেতর গজে থালগ দিয়া বারো মান্নাপা লিচেতর মৌলহাবিরে থাক আকহাত থয়া সারণী আগ হঙকরানি অসে অগরে পর্যায় সারণী বুলানি অর।
মেথেল |
[পতিক] সর্বাধুনিক পর্যায় সারণী
মারি ১৯৮৯ সালর ইউপ্যাকের মাতুঙে মৌলর সর্ববহিঃস্থস্তরর ইলেক্ট্রন সংখ্যার মাতুঙে মৌলর থাকহানি লেপকরানি অসে। এসারে করিয়া সর্বাধুনিক পর্যায় সারণী এহান ফঙিসেতা। এহাত পুল্লাপ ১৮হান পর্যায় বারো ৭হান থাক আসে। এহাত পর্যায়হাবিরে ইংরেজি 1,2,3,4,5,6,7 সংখ্যালো বারো থাকহানিরে রোমান মেয়েকর উতা ইংরেজি 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18 সংখ্যালো চিহ্নিত করানি অসে।
মৌল আহানর বারে মুলফাংকরিয়া হারপানিরকা ঔ মৌলর নাঙহার গজে ক্লিক করিক
থাক → | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
↓ পর্যায় | ||||||||||||||||||||
১ | ১ H |
২ He |
||||||||||||||||||
২ | ৩ Li |
৪ Be |
৫ B |
৬ C |
৭ N |
৮ O |
৯ F |
১০ Ne |
||||||||||||
৩ | ১১ Na |
১২ Mg |
১৩ Al |
১৪ Si |
১৫ P |
১৬ S |
১৭ Cl |
১৮ Ar |
||||||||||||
৪ | ১৯ K |
২০ Ca |
২১ Sc |
২২ Ti |
২৩ V |
২৪ Cr |
২৫ Mn |
২৬ Fe |
২৭ Co |
২৮ Ni |
২৯ Cu |
৩০ Zn |
৩১ Ga |
৩২ Ge |
৩৩ As |
৩৪ Se |
৩৫ Br |
৩৬ Kr |
||
৫ | ৩৭ Rb |
৩৮ Sr |
৩৯ Y |
৪০ Zr |
৪১ Nb |
৪২ Mo |
৪৩ Tc |
৪৪ Ru |
৪৫ Rh |
৪৬ Pd |
৪৭ Ag |
৪৮ Cd |
৪৯ In |
৫০ Sn |
৫১ Sb |
৫২ Te |
৫৩ I |
৫৪ Xe |
||
৬ | ৫৫ Cs |
৫৬ Ba |
* |
৭২ Hf |
৭৩ Ta |
৭৪ W |
৭৫ Re |
৭৬ Os |
৭৭ Ir |
৭৮ Pt |
৭৯ Au |
৮০ Hg |
৮১ Tl |
৮২ Pb |
৮৩ Bi |
৮৪ Po |
৮৫ At |
৮৬ Rn |
||
৭ | ৮৭ Fr |
৮৮ Ra |
** |
১০৪ Rf |
১০৫ Db |
১০৬ Sg |
১০৭ Bh |
১০৮ Hs |
১০৯ Mt |
১১০ Ds |
১১১ Rg |
১১২ Uub |
১১৩ Uut |
১১৪ Uuq |
১১৫ Uup |
১১৬ Uuh |
১১৭ Uus |
১১৮ Uuo |
||
* ল্যান্থানাইড সারি | ৫৭ La |
৫৮ Ce |
৫৯ Pr |
৬০ Nd |
৬১ Pm |
৬২ Sm |
৬৩ Eu |
৬৪ Gd |
৬৫ Tb |
৬৬ Dy |
৬৭ Ho |
৬৮ Er |
৬৯ Tm |
৭০ Yb |
৭১ Lu |
|||||
** অ্যাক্টিনাইড সারি | ৮৯ Ac |
৯০ Th |
৯১ Pa |
৯২ U |
৯৩ Np |
৯৪ Pu |
৯৫ Am |
৯৬ Cm |
৯৭ Bk |
৯৮ Cf |
৯৯ Es |
১০০ Fm |
১০১ Md |
১০২ No |
১০৩ Lr |
ক্ষার ধাতু | মৃৎক্ষার ধাতু | ল্যান্থানাইড | অ্যাক্টিনাইড | অবস্থান্তর ধাতু |
দুর্বল ধাতু | অপধাতু | অধাতু | হ্যালোজেন | নিষ্ক্রিয় গ্যাস |
[পতিক] বিশেষ দ্রষ্টব্য
- অ্যাক্টিনাইড ও ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহকে একত্রে "বিরল মৃত্তিকা ধাতু" নামে অভিহিত করা হয়। এই মৌলগুলোর থাক সম্বন্ধে বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
- ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান্তর মৌল, অন্তঃঅবস্থান্তর মৌল, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এবং দুর্বল ধাতু এই সবগুলোকে একত্রে ধাতু বলা হয়।
- হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যসসমূহও অধাতু।
[পতিক] অবস্থা
আদর্শ তাপমাত্রা ও চাপ (0°সে. এবং ১ atm) ধর্তব্য
- যে সমস্ত মৌলের ব্লক red রংয়ের সেগুলো বায়বীয়।
- যে সমস্ত মৌলের ব্লক green রংয়ের সেগুলো তরল।
- যে সমস্ত মৌলের ব্লক black রংয়ের সেগুলো কঠিন।
[পতিক] প্রকৃতিগত সাংগঠনিক বৈশিষ্ট্যসমূহ
-
যে মৌলগুলোর ব্লকে অবিচ্ছিন্ন সীমারেখা আছে সেগুলো আদিম মৌল, অর্থাৎ তাদের যেকোন একটি স্থিতিশীল আইসোটোপের বয়স পৃথিবীর বয়সের চেয়ে বেশী।
-
যে মৌলগুলোর ব্লকে ড্যাশ আকারের সীমারেখা আছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য মৌলের তেজস্ক্রিয় ভাঙনের মাধ্যমে সৃষ্টি হয় এবং এগুলোর এমন কোন স্থিতিশীল আইসোটোপ নেই যেটির বয়স পৃথিবীর বয়সের চেয়ে বেশী। তবে এগুলোর মধ্যে কয়েকটিকে কিছু তেজস্ক্রিয় আকরিকের মধ্যে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়।
-
যে সমস্ত মৌলের ব্লকে ডট আকারের সীমারেখা রয়েছে সেগুলো কৃত্রিম মৌল হিসেবে পরিচিত, অর্থাৎ এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়না।
- দ্রষ্টব্য: ক্যালিফোর্নিয়াম (Cf) নামক মৌলটি যদিও পৃথিবীতে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়না, তথাপি ক্যালিফোর্নিয়াম এবং এর তেজস্ক্রিয় ভাঙনের মাধ্যমে সৃষ্ট অন্যান্য কিছু মৌল মহাবিশ্বের অন্যান্য স্থানে পাওয়া যায়। বিভিন্ন সুপারনোভা থেকে প্রাপ্ত বর্ণালীতে এ মৌলসমূহের তাড়িতচৌম্বক বিকিরণ রেখার অস্তিত্ব পাওয়া যায়।
-
যে মৌলগুলোর ব্লকে কোন সীমারেখা নেই সেগুলো প্রকৃতিতেও পাওয়া যায় না এবং কৃত্রিমভাবেও সেগুলোকে এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি।
[পতিক] মৌলের অবস্থান চিহ্নিতকরণ
উপশক্তিস্তর: | S | G | F | D | P |
পর্যায় | |||||
1 | 1s | ||||
2 | 2s | 2p | |||
3 | 3s | 3p | |||
4 | 4s | 3d | 4p | ||
5 | 5s | 4d | 5p | ||
6 | 6s | 4f | 5d | 6p | |
7 | 7s | 5f | 6d | 7p | |
8 | 8s | 5g | 6f | 7d | 8p |
9 | 9s | 6g | 7f | 8d | 9p |
[পতিক] পাসিতা
- উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - প্রফেসর মো. মহির উদ্দিন, লায়লা মুসতারিন, ড. তানভীর মুসলিম, হাছিনা বেগম।
- উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - ড. সরোজ কান্তি সিংহ হাজারী, হারাধন নাগ।
[পতিক] প্রাসঙ্গিক নিবন্ধসমূহ
- মৌলিক পদার্থ
- দিমিত্রি মেন্ডেলিভ
- ইউপ্যাক
- লুথার মেয়ার
- হেনরি মোসলে