গণচীন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|||||
নীতি বাক্য: {{{নীতি_বাক্য}}} | |||||
জাতীয় সঙ্গীত: 义勇军进行曲 ইইয়োংচিউন চিনশিংছিউ স্বেচ্ছাসেবকদের কুচকাওয়াজ | |||||
রাজধানী | বেইজিং (পেইচিং) | ||||
বড় শহর | বেইজিং (পেইচিং), শাংহাই, হংকং (শিয়াংকাং) | ||||
রাষ্ট্রভাষা | ম্যান্ডারিন | ||||
সরকার
প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী |
সমাজতন্ত্রী রাষ্ট্র হু চিন থাও ওয়েন চিয়া পাও |
||||
' |
|||||
ভূখন্ড - মোট - পানি (%) |
৯,৫৯৬,৯৬০ বর্গকিলোমিটার; (৪র্থ) ৩,৭০৪,৪২৭ বর্গ মাইল ২.৮% |
||||
জনসংখ্যা - ২০০৬ হিসাবে - জনসংখ্যার ঘনত্ত্ব |
১,৩১৩,৯৭৩,৭১৩ (১ম)
|
||||
জিডিপি (পিপিপি) - মোট - প্রতি এককে |
২০০৫ $৮,১৫৮ বিলিয়ন (২য়) $৬,২০০ (৮৮তম) |
||||
মানব উন্নয়ন সূচক (২০০৩) | ০.৭৫৫ (৮৫তম) – মধ্যম | ||||
মুদ্রা | রেনমিনপি ইউয়ান (CNY ) |
||||
সময় স্থান | (ইউটিসি+৮) | ||||
ইন্টারনেট ডোমেইন | .cn | ||||
দেশের কোড | +৮৬ |
||||
জাতীয়তা |
|
গণপ্রজাতন্ত্রী চীন (ম্যান্ডারিন চীনা ভাষায় 中国 চোংকুও) পূর্ব এশিয়ার একটি দেশ। ১৩০ কোটি জনসংখ্যার অধিকারী চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং আয়তনের দিক থেকে এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র। পৃথিবীর ৩য় বৃহত্তম রাষ্ট্র চীনের উত্তরে রয়েছে মঙ্গোলিয়া; উত্তর পূর্বে রাশিয়া ও উত্তর কোরিয়া; পূর্বে চীন সাগর; দক্ষিণে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভূটান, নেপাল; দক্ষিণ পশ্চিমে পাকিস্তান; পশ্চিমে আফগানিস্তান, তাজিকিস্তান, কির্গিযিস্তান ও কাযাকিস্তান। এই ১৪ টি দেশ বাদে চীনের পূর্বে হলুদ সাগরের (Yellow Sea) পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান; দক্ষিণ চীন সাগরের উলটো দিকে আছে ফিলিপাইন।
প্রাচীন কালে চীন পৃথিবীর অন্যতম প্রধান সভ্যতা বলে বিবেচিত হতো। এই অঞ্চলের অন্যান্য সভ্যতা যেমন, জাপানী, কোরিয়, ভিয়েতনামি, তিব্বতীয় সভ্যতায় চীনা সভ্যতার প্রভাব ছিল লক্ষনীয়। কারো কারো মতে ৭ম খৃষ্টাব্দ থেকে ১৪শ খৃষ্টাব্দ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে আধুনিক সভ্যতার দাবীদার চীন। কাগজ, বারুদ, রেশম, কম্পাস ইত্যাদি চীনে প্রথম আবিষ্কৃত হয়।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] সরকার
[সম্পাদনা] রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক
[সম্পাদনা] ভূগোল ও জলবায়ু
[সম্পাদনা] অর্থনীতি
Purchasing power parity-এর বিচারে চীনের অর্থনীতি বিশ্বের ২য় বৃহত্তম। এদেশের জিডিপি (GDP) ৮.১৮৫ ট্রিলিয়ন আমেরিকান ডলার। আমেরিকান ডলার বিনিময় হারের (USD exchange-rate) দিক থেকে দেখলে এর অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তম (২০০৫ সালের হিসাব)। তথাপি, বিশাল জনসংখ্যার কারনে, চীনের মাথাপিছু আয় (Purchasing power parity-র মাপকাঠিতে) ৬,২০০ আমেরিকান ডলার যা আমেরিকার এক সপ্তমাংশ।
১৯৫০ সালে চীনা কমিউনিস্ট পার্টি দেশের সকল অর্থনৈতিক কর্মকান্ডকে রাষ্ট্রায়াত্ত করে। তবে ১৯৭৮ সালে শুরু হওয়া সংষ্কার কর্মসূচীর আওতায় সরকার আস্তে আস্তে সোভিয়েত স্টাইল কেন্দ্রীভূত অর্থনৈতিক মডেল থেকে বাজারমূখী অর্থনীতির দিকে সরে আসে। এর ফলে ১৯৮০ সালে চীনে ১০.২% অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় এবং ১৯৯০ থেকে ২০০১ পর্যন্ত গড়ে ১০% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়। ২০০১ সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (World Trade Organization) সদস্য পদ লাভ করে।
[সম্পাদনা] জনগোষ্ঠী
পৃথিবীর এক পঞ্চমাংশ জনগোষ্ঠী চীনে বাস করে। এদের মধ্যে ৯২% হান জাতিগোষ্ঠীর অন্তর্গত। এছাড়াও চীনে আরো ৫৫ জাতিগোষ্ঠীর লোক বসবাস করে। জুলাই ২০০৬ এ হিসেব অনুযায়ী চীনের মোত জনসংখ্যা হবে ১৩১ কোটি ৩৯ লক্ষ ৭৩ হাজার ৭১৩ জন। এর ২০.৮% শতাংশের বয়স ১৪ বছরের নিচে, ৭১.৪% শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে এবং ৭.৭ শতাংশের বয়স ৬৫র উপরে। ২০০৬ সালে চীনের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল .৫৯%।
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] তথ্যসূত্র
• এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা
• মাইক্রোসফট এনকার্টা
|
---|
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
---|
আফগানিস্তান • আর্মেনিয়া • আজারবাইজান১ • বাহরাইন • বাংলাদেশ • ভুটান • ব্রুনাই • কম্বোডিয়া • গণচীন • সাইপ্রাস ২ • মিশর৩ • জর্জিয়া১ • ভারত • ইন্দোনেশিয়া২ • ইরান • ইরাক • ইসরাইল • জাপান • জর্ডান • কাজাখস্তান১ • কুয়েত • কিরগিজিস্তান • লাওস • লেবানন • মালয়েশিয়া • মালদ্বীপ • মঙ্গোলিয়া • মায়ানমার • নেপাল • উত্তর কোরিয়া • ওমান • পাকিস্তান • প্যালেস্টাইন • ফিলিপাইন • কাতার • রাশিয়া১ • সৌদি আরব • সিঙ্গাপুর • দক্ষিণ কোরিয়া • শ্রীলঙ্কা • সিরিয়া • প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান) • তাজিকিস্তান • থাইল্যান্ড • তুরস্ক১ • তুর্কমেনিস্তান • তুর্কী উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্র • সংযুক্ত আরব আমিরাত • উজবেকিস্তান • ভিয়েতনাম • ইয়েমেন |
টীকা: (১) কিয়দংশ ইউরোপ মহাদেশে পড়েছে; (২) অংশত বা পূর্ণ ভাবেই ওশেনিয়ার অন্তর্গত, কিন্তু এশিয়ার সাথে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ আছে; (৩) অধিকাংশই আফ্রিকায় অবস্থিত। |