উত্তর কোরিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
조선민주주의인민공화국 朝鮮民主主義人民共和國 চোসন্ মিন্জুজুই্যই ইন্মিন্ কোংহুয়াগুক্[১] গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
নীতিবাক্য 강성대국 (শক্তিশালী ও সমৃদ্ধ জাতি) |
||||||
জাতীয় সঙ্গীত Aegukka |
||||||
রাজধানী | Pyongyang |
|||||
বৃহত্তম নগরী | পিয়ং ইয়াং | |||||
রাষ্ট্রভাষা (সমূহ) | Korean | |||||
জাতীয়তাসূচক বিশেষণ | North Korean, Korean | |||||
সরকার | Juche Stalinist Dictatorship | |||||
- | Eternal President of the Republic | Kim Il-sung (deceased) a | ||||
- | Chairman of the NDC | Kim Jong-ilb | ||||
- | President of the SPA | Kim Yong-namc | ||||
- | Premier | Kim Yong-il | ||||
Establishment | ||||||
- | Independence declared | March 1 1919 | ||||
- | Liberation | August 15 1945 | ||||
- | Formal declaration | September 9 1948 | ||||
- | জলভাগ (%) | 4.87 | ||||
জনসংখ্যা | ||||||
- | 2007 আনুমানিক | 23,301,725[২] (48th) | ||||
- | আদমশুমারি | n/a | ||||
মোট আভ্যন্তরীণ উৎপাদন (মুদ্রার ক্রয়ক্ষমতা) | 2006[৩] আনুমানিক | |||||
- | মোট | $22.85 billion (85th) | ||||
- | মাথাপিছু | $1,007 (149th) | ||||
মানব উন্নয়ন সূচক (2003) | n/a (n/a) (unranked) | |||||
মুদ্রা | North Korean won (₩) (KPW ) |
|||||
সময় স্থান | Korea Standard Time (ইউটিসি+9) | |||||
- | গ্রীষ্মকালীন (ডিএসটি) | not observed (ইউটিসি+9) | ||||
ইন্টারনেট টিএলডি | .kp | |||||
কলিং কোড | +850 | |||||
a Died 1994, named "Eternal President" in 1998 b Kim Jong-il is the nation's most prominent leading figure and government figure head, although he is not the head of state or the head of government; his official title is Chairman of the National Defence Commission of North Korea, a position which he has held since 1994. c Kim Yong-nam is the "head of state for foreign affairs". |
উত্তর কোরিয়া এশিয়া মহাদেশের কোরীয় উপদ্বীপের উত্তরাংশে অবস্থিত একটি রাষ্ট্র। এর সরকারী নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (কোরীয় ভাষায় 조선민주주의인민공화국 চোসন্ মিন্জুজুই্যই ইন্মিন্ কোংহুয়াগুক্)। এর রাজধানীর নাম পিয়ং ইয়াং। ১৯৫০ এর দশকের কোরীয় যুদ্ধের পর থেকে এটি সমাজতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
অবিভক্ত কোরিয়া মুলত জাপানিদের দখল এ ছিল। পরে জাপানিগন ২য় মহাযুদ্ধ ১৯৪৫ হেরে যাবার সময় তারা সমাজতান্রিক দেশ সোভিয়েত ইউনিওনের কাছে আত্মসমর্পন করে। তার ফলে অবিভক্ত কোরিয়া ২ ভাগে ভাগ হয়ে যায়| তখন উত্তর কোরিয়া ১৯৫০ সালে সমাজতান্রিক দেশ সোভিয়েত ইউনিওনের মতাদশে সমাজতান্রিক ব্লক এ চলে যায় অন্যদিকে দক্ষিন কোরিয়া পুজিবাদি আমেরিকার মতাদশে এর পুজিবাদি ব্লক এ যোগ দান করে। তখন হতেই কোরিয়া ২টি ভিন্ন নাম যথা উত্তর ও দক্ষিন তথা ২টি ভিন্ন অথনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে। দক্ষিন কোরিয়াতে আমেরিকা এর পুজিবাদ আর উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিওনের মত সমাজবাদ চালু হয়। উত্তর কোরিয়া এর সরকারী নাম রাখা হয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া আর দক্ষিণ কোরিয়া এর সরকারী নাম রাখা হয় প্রজাতন্ত্রী কোরিয়া। উত্তর কোরিয়া এর রাজধানীর হয় পিয়ং ইয়াং আর দক্ষিণ কোরিয়া এর রাজধানীর হয় সিউল।
[সম্পাদনা] রাজনীতি
মার্ক্সবাদী নেতা কিম ইল সুংয়ের নেতৃত্বে উত্তর কোরিয়া এক পার্টি নীতি চালু করেন। যুদ্ধবিদ্ধস্ত দেশকে পূণর্গঠনের জন্যে পাঁচশালা পরিকল্পনা নেয়া হয়।
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
উত্তর কোরিয়া এশিয়া মহাদেশের কোরীয় উপদ্বীপের উত্তরাংশে অবস্থিত রাষ্ট্র। এর আয়তন ১২০,৫৪০ বর্গ কিঃমিঃ। উত্তরে চীন ও রাশিয়ার সাথে এবং দক্ষিনে দক্ষিন কোরিয়ার সাথে এর সীমান্ত।
[সম্পাদনা] অর্থনীতি
উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত পর্যটনভিত্তিক। উত্তর কোরিয়ার পর্যটন সরকার দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত, তাই এখানে খুব বেশি পর্যটক ঘুরতে আসেন না। দেশটির পূর্ব প্রান্তে সাগরের কোল ঘেঁষে অবস্থিত কুমগানসান নামের পর্বত ও অরণ্যময় এলাকাটি মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। উত্তর কোরিয়া সরকার জায়গাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে নির্ধারণ করেছে এবং এটি সরকারের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস বলে এখানে সমস্ত অর্থের আদান-প্রদান ডলারে সম্পন্ন হয়। রাজধানী পিয়ংইয়াং শহরটিতেও পর্যটকদের জন্য অনেক দর্শনীয় স্থান আছে, বিশেষ করে উত্তর কোরিয়ার কেন্দ্রীয় চিড়িয়াখানাটি।
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
|
---|
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
---|
আফগানিস্তান • আর্মেনিয়া • আজারবাইজান১ • বাহরাইন • বাংলাদেশ • ভুটান • ব্রুনাই • কম্বোডিয়া • গণচীন • সাইপ্রাস ২ • মিশর৩ • জর্জিয়া১ • ভারত • ইন্দোনেশিয়া২ • ইরান • ইরাক • ইসরাইল • জাপান • জর্ডান • কাজাখস্তান১ • কুয়েত • কিরগিজিস্তান • লাওস • লেবানন • মালয়েশিয়া • মালদ্বীপ • মঙ্গোলিয়া • মায়ানমার • নেপাল • উত্তর কোরিয়া • ওমান • পাকিস্তান • প্যালেস্টাইন • ফিলিপাইন • কাতার • রাশিয়া১ • সৌদি আরব • সিঙ্গাপুর • দক্ষিণ কোরিয়া • শ্রীলঙ্কা • সিরিয়া • প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান) • তাজিকিস্তান • থাইল্যান্ড • তুরস্ক১ • তুর্কমেনিস্তান • তুর্কী উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্র • সংযুক্ত আরব আমিরাত • উজবেকিস্তান • ভিয়েতনাম • ইয়েমেন |
টীকা: (১) কিয়দংশ ইউরোপ মহাদেশে পড়েছে; (২) অংশত বা পূর্ণ ভাবেই ওশেনিয়ার অন্তর্গত, কিন্তু এশিয়ার সাথে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ আছে; (৩) অধিকাংশই আফ্রিকায় অবস্থিত। |