হাডসন নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাডসন নদী | |
---|---|
|
|
উৎস | লেক টিয়ার অফ দ্যা ক্লাউডস |
অববাহিকার দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
দৈর্ঘ্য | ৫০৬ কিমি (৩১৫ মাইল) |
উৎসের উচ্চতা | ১৩০৯ মিটার (৪২৯৩ ফুট) |
গড় পানি প্রবাহ | ট্রয় 1 : ৪২৫ মিটার³/সে (১৫,০০০ ফুট³/সে) লোয়ার নিউইয়র্ক বে 1 :৬০৬ মিটার³/সে (২১৪০০ ফুট³/সে ) |
অববাহিকার ক্ষেত্রফল | ৩৫,০০০ km² (১৪,০০০ mi²) |
হাডসন নদী (ইংরেজি Hudson River) প্রধানত নিউইয়র্ক এর মধ্য দিয়ে প্রবাহিত এবং কিছু অংশ নিউজার্সি ও নিউইয়র্ক এর বিভেদকারী অঞ্চল । হেনরি হাডসন ১৬০৯ সালে এই নদী অনুসন্ধান করেন।