পুশকাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুশকাস | ||
চিত্র:Puskas.jpg | ||
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
জন্মতারিখ | এপ্রিল ২, ১৯২৭ | |
জন্মস্থান | বুদাপেস্ট, হাঙ্গেরী | |
মৃত্যুতারিখ | নভেম্বর ১৭, ২০০৬ | |
মৃত্যুস্থান | বুদাপেস্ট, হাঙ্গেরী | |
ডাকনাম | লিটল ব্রাদার, দ্য গ্যালোপিং মেজর, দ্য বুমিং ক্যানন, প্যাঞ্চো পুশকাস |
|
অবস্থান | আক্রমনভাগ | |
পেশাদারী ক্লাব* | ||
বছর | ক্লাব | উপস্থিতি (গোল) |
১৯৪৬-১৯৫৬ ১৯৫৮-১৯৬৭ |
কিস্পেস্ট এসি রিয়েল মাদ্রিদ |
৩৪৯ (৩৫৭) ১৭৯ (১৫৫) |
জাতীয় দল | ||
১৯৪৯-১৯৫৬ ১৯৬১-১৯৬২ |
হাঙ্গেরী স্পেন |
৮৪ (৮৩) ৪ (০) |
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
পুশকাসকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়ার হিসেবে অভিহিত করা হয়।আন্তর্জাতিক ৮৪ ম্যাচে ৮৩ গোল তাঁর অসাধারন গোল করার হ্মমতার পরিচয় দেয়। হাঙ্গেরীয় লীগে ৪ বার সর্বোচ্চ গোল করেন এই বাঁ পায়ের ফুটবলার। ১৯৪৮ সালে সকল ইউরোপীয় লীগের মধ্যে সর্বোচ্চ গোল করেন। রিয়েল মাদ্রিদের হয়ে টানা ৫ বার স্প্যানিশ চ্যাম্পিয়নশীপ জিতেন। ২০০৬ সালের নভেম্বর ১৭ তিনি মৃত্যুবরন করেন।