আলফ্রেদ নোবেল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Alfred Nobel | |
---|---|
জন্ম | অক্টোবর ২১, ১৮৩৩ স্টকহোম, সুইডেন |
মৃত্যু | ডিসেম্বর ১০, ১৮৯৬ সানরেমো, ইতালি |
কাজ | কেমিস্ট, ইঞ্জিনিয়ার, ইনোভেটর, আর্নামেন্ট প্রস্তুতকারক এবং ডায়নামাইটের ইনভেন্টর। |
আলফ্রেদ বের্নহাড নোবেল সহায়িকা·তথ্য (সুয়েডীয় Alfred Nobel আল্ফ্রেএদ্ বের্ন্হাড্ নোবেল্) একজন সুয়েডীয় বিজ্ঞানী। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। মৃত্যুর আগে তিনি ডায়নামাইট হতে অর্জিত অর্থ বিজ্ঞানের বিভিন্ন শাখায় পুরষ্কার প্রদানের জন্য দান করে যান। তাঁর এই তহবিল থেকেই নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়।